সেলিব্রেটি দম্পতি আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাল কোহলির সংসারে এখন চাঁদের হাট।  বিয়ের পর প্রথম মাতৃত্বের স্বাধ পেয়েছেন বলিউড নায়িকা। ভামিকা পৃথিবীর আলো দেখার পর সম্প্রতি প্রথম জন্মদিন গেল আনুশকার।

প্রতিবার ঘটা করে জন্মদিন পালন করলেও ৩৩ তম জন্মবারটা সাদামাটা গেছে বলিউড সেনসেশনের। দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভেসেছেন আনুশকা। কিন্তু পারিবারিকভাবে পালন করা হয়নি।

এদিন একটা ভিডিও পোস্টে জানালেন সেই কারণ। ইনস্টাগ্রামের সেই ভিডিও এখন পর্যন্ত দেখা হয়েছে ৭০ লাখের বেশিবার।

আরও পড়ুন: ‘অমানুষ’ নিরব-মিথিলার পয়লা দর্শন

Leave A Comment