এ বছর ছিল টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৩তম আয়োজন। ১৯৮৫ সালে এশিয়ার সবেচেয়ে নামী এই চলচ্চিত্র উৎসব যাত্রা শুরু করলেও প্রথম তিনটি আয়োজন দুই বছরের বিরতিতে অনুষ্ঠিত হওয়ায় উৎসবের সংখ্যাগত হিসাবের দিক থেকে এবারের আয়োজন হচ্ছে ৩৩তম। দীর্ঘ এই যাত্রাপথে বড় কোনো ধরনের বাধার মুখে পড়তে হয়নি এই আয়োজনকে। ফলে প্রতিবছর এর কলেবর কিছুটা বৃদ্ধিই পেয়েছে। তবে এবারের উৎসব সেদিক থেকে ছিল একেবারেই ভিন্ন।
বিশ্বজুড়ে এখন চলছে করোনাভাইরাস–আতঙ্ক। ভাইরাস নিয়ন্ত্রণে আনার লড়াইয়ে মানুষ এখনো সফল হতে পারেনি।

Leave A Comment