দুজনে মাত্র একটি সিনেমায় অভিনয় করেছিলেন। এক ছবিতে অভিনয় করেই তাঁরা হয়ে আছেন ইতিহাস হয়ে। সত্যজিৎ রায় পরিচালিত ‘অশনি সংকেত’ ছবিটি দেশে–বিদেশে সম্মান বয়ে আনে। সেই সিনেমার ‘অনঙ্গ বউ’ আজ ‘স্বামীহারা’ হয়েছেন। কলকাতার বেলভিউ নার্সিং হোমে ৪২ দিনের চিকিৎসা শেষে আজ রোববার মারা যান সৌমিত্র চট্টোপাধ্যায়। তাই মন খারাপ ববিতার। অসুস্থ হওয়ার পর থেকেই তাঁর মনটা খারাপ ছিল। এখন প্রয়াণের খবরটি কিছুইতেই বিশ্বাস করতে পারছেন না এই চিত্রনায়িকা। বিশ্বাস করতে পারছেন না, সৌমিত্র চট্টোপাধ্যায় নেই! ববিতা বললেন, ‘সৌমিত্র ছিলেন হৃদয়ে, আছেন ও থাকবেন।’

Leave A Comment