দাগছোপহীন নির্মল ও সুন্দর ত্বক প্রত্যেকেরই পছন্দ। তাই আমরা সবাই চেষ্টা করি নিজেদের সৌন্দর্য বৃদ্ধি করতে ও তা আজীবন ধরে রাখতে। আজকের দিনে পিগমেন্টেশন বা মেচেতার দাগ হলো ত্বকের ক্ষেত্রে এক অন্যতম বড়ো সমস্যা। যখন এই দাগগুলি অত্যন্ত গাঢ় রং ধারণ করে, তখন এগুলিকে হাইপার-পিগমেন্টেশনও বলা হয়ে থাকে। তবে বাড়িতে বসেই কিছু প্রাকৃতিক উপায়ে আপনি এইসব কালো দাগ দূর করতে পারবেন।

Leave A Comment