সারাবিশ্ব এখনো করোনার চরম ঝুঁকিতে। পার্শ্ববর্তী দেশ ভারতে দেখা দিয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন (ক্ষিপ্ত প্রকৃতির); যা ব্রিটেন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার ধরনের সঙ্গে মিল রয়েছে। বাংলাদেশও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ইতিমধ্যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা গেছে, বাংলাদেশে করোনার নতুন ধরন কয়েক জনের মধ্যে ধরা পড়েছে। এছাড়া এখনো প্রতিদিন দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটছে। গতকালও করোনায় ৭ জনের মৃত্যু ও ৩৬৬ জন সংক্রমিত হয়েছেন। এখনো করোনার সঠিক কোনো চিকিত্সা পদ্ধতিও আবিষ্কৃত হয়নি। টিকা কতটুকু কার্যকর তা এখনো নিশ্চিত নয়।

করোনার এমন ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেও সম্প্রতি বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। তালা খুলে শিক্ষার্থীরা হলে প্রবেশ করছে।

আরো পড়ুন: কাতার বিশ্বকাপ প্রস্তুতিতে বাংলাদেশি ১০১৮ শ্রমিকের মৃত্যু

Leave A Comment