দীর্ঘদিন পর একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন চিত্রনায়িকা শাহনূর। নাটকের নাম ‘চিটার’। এরই মধ্যে ধারাবাহিকটির শুটিংয়ের প্রথম লটে অংশ নিয়েছেন তিনি। গেলো ৬ সেপ্টেম্বর রাজধানীর অদূরে পূবাইলের একটি শুটিং বাড়িতে এই নাটকের শূটিংয়ে অংশ নেন এই অভিনেত্রী। নাটকটি রচনা করেছেন আপন হাসান এবং নির্মাণ করছেন তন্ময় পারভেজ।