শুধু ফুসফুস বা হৃদযন্ত্র নয়, গত কয়েক মাসে রোগীর মস্তিষ্কেও হানা দিচ্ছে করোনাভাইরাস। চিকিৎসকেরা যাকে বলছেন কোভিড এনকেফ্যালোপ্যাথি। যার জেরে আক্রান্ত হওয়ার কয়েক দিনের মধ্যেই নিজের পরিচিতি বা পারিপার্শ্বিক প্রায় ভুলতে বসছেন রোগী।সাম্প্রতিক গবেষণায় উদ্বেগ ছড়িয়েছে। দেখা যাচ্ছে, করোনা ভাইরাস মানুষের নাক দিয়ে ঢুকে মানুষের মস্তিষ্কে প্রবেশ করতে পারে, সোমবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, কোভিড-১৯ রোগীদের মধ্যে বেশ কিছু স্নায়ুর সমস্যা দেখা দিচ্ছে। অন্তত এমনই বার্তা দিচ্ছে নেচার নিউরোসায়েন্স জার্নালে প্রকাশিত নয়া গবেষণা।