এখনো মেলেনি ভ্যাকসিনের খোঁজ। তবে ভ্যাকসিন ছাড়াই নাকি রুখে দেওয়া যাবে করোনাকে! নির্দিষ্ট পদ্ধতিতে শ্বাসপ্রশ্বাস নিলেই করোনা প্রতিরোধ সম্ভব, বলছেন নোবেলজয়ী ফার্মাকোলজিস্ট লুই জে ইগনারো।
সম্প্রতি ‘দ্য কনভারসেশন’ পত্রিকায় প্রকাশিত হয়েছে তার বক্তব্য। তিনি বলছেন, নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়তে হবে। তাহলেই নাকি মরবে করোনার জীবাণু!