
নামাজে এমন কিছু নিয়ম আছে যেগুলো না পড়লে নামাজ হয়ে যাবে তবে পড়া ভাল আর ইচ্ছা করে বারবার ছেড়ে দিলে গুনা হবে এইগুলোকে “নামাজের সুন্নতে মুয়াক্কাদা” বলে। নামাজের সুন্নতে মুয়াক্কাদা ১২ টি। আজ আমরা নামাজের সুন্নতে মুয়াক্কাদা নিয়ে আলোচনা করবো।
নামাজের সুন্নতে মুয়াক্কাদা ১২ টি হল:-
১। দুই হাত উঠানো ( নামাজের শুরুতে আমরা যে হাত উঠাই এখানে ঐ হাত উঠানোর কথা বলা হয়েছে )
২। দুই হাত বাঁধা। অথ্যৎ নিয়ত করার পর নাভির নিচে দুই হাত বাধা।
৩। সানাপাড়া ।
৪। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া।
৫। বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়া।
৬। সুরা ফাতিহার পড়ার পর আস্তে আমিন বলা ।
৭।প্রত্যেক ওঠা বাসায় আল্লাহু আকবার বলা। যেমন রুকুতে যাবার সময়, সেজদায় যাবার সময় ।
৮। রুকুর তাসবিহ পড়া। (সুবহা-না রব্বিয়াল আ`যিম। )
৯। রুকু হইতে উঠিবার সময়ে সামিআল্লাহু লিমান হামিদা এবং রাব্বানা লাকাল হামদ বলা।
১০। সিজদার তাসবিহ পড়া। ( সুবহা’ না রাব্বিয়াল আ ’লা)
১১। দুরুদ শরীফ পড়া। ( দুরুদে ইবরাহিম )
১২। দোয়ায়ে মাসুরা পড়া। ( আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসী যুল্মান কাসীরাওঁ ওয়ালা ইয়াগ ফিরুয যুনূবা ইল্লা আন্তা; ফাগফির লী মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ার হামনী ইন্নাকা আন্তাল গফুরুর রাহীম। )
মহান আল্লাহ তায়ালা আমাদের এই নিয়মগুলো পালন করার তৌফিকদান করুন ( আমিন )
