জিন্স শব্দটির সঙ্গে প্রায় সকলে খুব ভালোভাবেই পরিচিত। মজার কথা হলো যারা জিন্স পরেন তারাও চেনেন; আবার যারা পরেন না তারাও চেনেন। শুধু প্যান্ট হিসেবেই নয় বরং জ্যাকেট, স্কার্ট হিসেবেও এর ব্যাপক খ্যাতি।

বর্তমানে পোশাকের তালিকায় সব থেকে বেশি পছন্দের জায়গা জুড়েই রয়েছে জিন্স। যে নারীরা তলপেটে মেদের সমস্যায় ভুগছেন তাদের কাছে বরাবরের জন্যই হাই-ওয়েস্ট প্যান্ট যেন আশীর্বাদ স্বরূপ।

তলপেটের মেদের কারণে অনেকেই তাদের পছন্দের পোশাকটি সুন্দর মত পরতে পারেন না; আবার পরলেও অনেক অস্বস্তিতে ভোগেন। তলপেটের এই মেদের কারণে অনেকেই ওয়েস্টার্ন পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। কিন্তু বর্তমান সময়ে নারীদের ব্যস্ততার মাঝে পোশাকের পেছনে খুব বেশি সময় অতিবাহিত করাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। আসলে চেষ্টা থাকলেও সেখানে সময়ের অনেক বেশি কমতি রয়েই যায়।

Leave A Comment