গাঙ্গুয়া। বাংলা চলচ্চিত্রে যে লোকটি নায়িকাদের তুলে আনতেন কিংবা পুলিশের অফিসার হয়েও নায়িকাদের ওপর নির্যাতনব চালাতেন ওপর মহলের নির্দেশে- অসংখ্য বাংলা চলচ্চিত্রের এরমন গল্পে দেখা মিলেছে যে খলনায়ককে তিনি গাঙ্গুয়া। পুরো নাম মোহাম্মদ পারভেজ। ৪৩ বছরের অভিনয় জীবনে এখন পর্যন্ত ৮০০ ছবির ওপরে নাম অভিনয় করেছেন। বর্তমানে হাতে একদম কাজ নেই। অভিনয়ে ফিরতে চান। সে ফেরাটা হয়ে উঠছে না সিনেমা সংকটের কারণে। তাই ব্যস্ত সময় কাটছে ইউটিউবের ছোট চলচ্চিত্রে কাজ করে।

সম্প্রতি কথা হয় গাঙ্গুয়ার সঙ্গে। প্রথমে গাঙ্গুয়া নামের নেপথ্য কাহিনি বললেন এই অভিনেতা, ‘আমি যখন প্রথম অভিনয়ে আসি, তখন জসিম ভাই বললেন এখন থেকে গাঙ্গুয়া, এইটাই তোমার নাম।

আরো পড়ুন: ছিনতাই করে গ্রেপ্তার তিন পুলিশ