কুমার বিশ্বজিতের সংগীতজীবন দীর্ঘ ও বর্ণাঢ্য। এই দীর্ঘ ‍সংগীতজীবনে তিনি বাংলাদেশের শ্রোতাদের উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান। প্রকাশিত হয়েছে অনেক অ্যালবাম। তাঁর প্রকাশিত সেসব গান থেকে বেশ কিছু গান নতুন করে এই প্রজন্মের শ্রোতাদের কাছে তুলে ধরতে চান তিনি। এই গানগুলোতে কম্পোজিশন, গায়কি থেকে শুরু করে নানা রকম পরিবর্তন থাকছে। এই সংগীতশিল্পী মনে করেন, করোনাকালে গানের যে সংকট চলছে, সেই সংকট কাটাতে এই গানগুলো কিছুটা হলেও ভূমিকা রাখবে।
ইতিমধ্যে ৪৮টি গান রিমেক করার জন্য বাছাই করেছেন তিনি। এই সংখ্যা পর্যায়ক্রমে আরও বাড়বে।

Leave A Comment