নোবেলের প্রত্যাবর্তন বলবেন কি? আসলে কী বলবেন এটা আপনার সিদ্ধান্ত। তার আগে গানটা শুনে নিতে হবে নিশ্চয়ই।  শুনেছেন কী? ‘কী আগুন জ্বলছে বুকে জানে না কেউ তো জানে না, কী ব্যথায় পুড়ছি প্রতিদিন, বোঝে না কেউ তো বোঝে না…’ যেন সুরের গেম, যে গেমে হয়তো বিচূর্ণ হবে সব- না হলে মুখ থুবড়ে পড়বে।

জেমস কিংবা বাচ্চুর কাভার গেয়ে দুই বাংলায় তুমুল আলোচনায় আসা নোবেলের কাছে তেমনটাই খুঁজছিলেন শ্রোতারা। ২০০৬ সালের পর ব্যান্ড শ্রোতারা এক অর্থে ‘এতিম’ হয়ে পড়েন। 

Leave A Comment