লকডাউনের পর সবাই যখন শুটিং শুরু করলেন, চঞ্চল তখন ঘরে। অনুরোধের ফোন কল ধরতে ধরতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এই অভিনেতা। অনেকে ধরেই নিয়েছিলেন, এই অভিনেতা করোনার আতঙ্কে বাড়ির বাইরে বের হতে চাইছেন না। অথচ তখন করোনার সংক্রমণ ছড়িয়েছে পরিবারে। পর্যুদস্ত চঞ্চল ভেঙে পড়েছিলেন।
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল শুটিং। তিন মাস পর আবারও শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় চার মাস পর শুটিংয়ে ফেরেন অভিনেতা চঞ্চল চৌধুরী। ঈদুল আজহা উপলক্ষে নতুন নাটকের কাজ শুরু হয়ে গেছে তত দিনে। তবু ফিরতে কেন দেরি করছিলেন তিনি? অন্যদের তুলনায় একটু বেশি ছুটি কাটানোর কারণ জানা গেল সম্প্রতি।