আমাদের সমাজে একটা প্রচলিত রীতি আছে যে বিয়ের আগে ছেলে বা মেয়ে একে অপরের সাথে বেশি মেলামেশা করতে পারবে না। তাদের বিভিন্ন বিধিনিষেধ মেনে চলতে হয়। ফলে একে অপরকে জানার খুব একটা সুযোগ হয় না। এই অবস্থায় বিয়ের পর নতুন একটা পরিবারে হঠাৎ করে খাপ–খাওয়াতে কিছু সমস্যা হয়। তাই পারিবারিক বিয়েতে হ্যাঁ বলার আগে ৪ টি বিষয় মনে রাখা জরুরি।
আপনার হবু স্বামী বা স্ত্রীর সাথে সরাসরি কথা বলুন। সম্পর্ক থেকে আপনি যা চান তা খুলে বলুন। মনে যে সব বিষয়ে নিয়ে সন্দেহ রয়েছে তা আপনার জীবন সঙ্গীর সাথে খুলে বলুন এবং নিজের কোনো সীমাবদ্ধতা থাকলে সেটাও আলোচনা করুন।