শরীর ঠিক রাখতে প্রত্যেক মানুষেরই প্রয়োজন শারীরিক কসরত বা ব্যায়াম করা। সে মানুষটি যদি হন শোবিজ তারকা তাহলে তো কথাই নেই। শরীর ঠিক রাখতে শোবিজ তারকাদের জিমের বিকল্প নেই। ভাবছেন, পূজা চেরিকে নিয়ে লেখায় শরীরচর্চা নিয়ে এই ভূমিকা টানা কেন? কারণ, কিছুদিন আগে পূজা চেরি তার ফেসবুক পেজে ব্যায়ামের একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে পূজার শারীরিক কসরত দেখে অবাক অনেকেই।