
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২১ বছর বয়সী হাসানের মাহমুদের জাতীয় দলের নতুন যাত্রা।ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ইতিহাসের ১৩৪ তম খেলোয়াড় হিসেবে অভিষিক্ত হচ্ছেন মাহমুদ।বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের বোলার তিনি।ছোট-কাটো ইনজুরি যেন তার নিত্যদিনের সঙ্গী,বছরের বেশীর ভাগ সময়ই তাকে থাকতে হত পুনর্বাসনেই।
তবে প্রথম বারের মতো জাতীয়দলের ক্যাম্পে ডাক পাওয়া মাহমুদ বেশ ভালোই পারফরম্যান্স করেছেন। একাদশে জায়গাও পেয়ে গেছেন সহজেই।অলরাউন্ডার সাইফউদ্দিনকে চোটের কারণে মূল একাদশের বাহিরে থাকতে হয়েছে এবং সেই সুযোগটা পেয়ে গেলেন হাসান মাহমুদ।
এখন শুধু দেখার বাকী কী করতে পারেন তিনি তার অভিষেক ম্যাচে।
বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডেতে যারা খেলছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল(ক্যাপ্টেন), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ,সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ,মোস্তাফিজুর রহমান , রুবেল হোসেন,হাসান মাহমুদ ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ(ক্যাপ্টেন), সুনীল আমব্রিস, জশুয়া সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, রভমেন পাওয়েল, এনক্রুমা বোনার, কাইল মেয়ার্স, রেমন রেইফার, আকিল হোসেন, চেমার হোল্ডার, আলজারি জোসেফ।
