চলতি বছরের আগস্টে আত্মহত্যা করেন মডেল ও অভিনেত্রী লরেন মেন্ডেস। মৃত্যুর আগেই তিনি শেষ করে গিয়েছিলেন একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাজ। নাম ‘গল্পটা এমনই ভালো’।এটি রচনা জাহিদ প্রীতম এবং পরিচালনা করেছেন মুহতাসিম তকির। এতে লরেন মেন্ডেস ছাড়া আরও অভিনয় করেছেন ইমরান সওদাগর, আদনান চৌধুরী, সালাম খান ও রাফি। শর্টফিল্মটি লরেনকে উৎসর্গ করা হয়েছে।

Leave A Comment