বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলি খান। যার মেয়ে সারা আলি খানও এখন বলিউড জগতের একজন অভিনেত্রী। সম্প্রতি বাবার সামনেই রণবীর কাপুরকে বিয়ে করতে চান বলে জানান সারা। যা শুনে বেশ অবাকই হয়ে যান সাইফ। যদিও মেয়ের মনের ইচ্ছা জানার পর সরাসরি কোনো মন্তব্য করতে শোনা যায়নি সাইফ আলিকে। এদিকে রণবীরের সঙ্গে বিয়ে পাকা হয়ে আছে আলিয়া ভাটের।
চিন্তার কিছু নেই! আসল বিষয়টি হলো, ২০১৮ সালে কফি উইথ করণ-এ বাবা সাইফের সঙ্গেই শোয়ে হাজির হন সারা।