
সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের মাটিতে আজ বৃহস্পতিবার প্রথম টেস্টের প্রথম দিনে, টস জিতে প্রথমে ব্যাটিং করতে মাঠে নাম শ্রীলংকা। কিন্তু নিজেদের মাঠ, পরিচিত কন্ডিশন কোনোটাই কাজে লাগাতে পারেনি টিম শ্রীলংকা, ইংল্যান্ডের অফ স্পিনার ডম বেস ও স্টুয়ার্ট ব্রড এর বোলিং তোপে মাত্র ১৩৫ রানে গুটিয়ে যায় শ্রীলংকার ইনিংস।
অফ স্পিনার ডম বেস ১০ ওভার বোলিং করে মাত্র ৩০ রান খরচায় তুলে ন্যায় শ্রীলংকার ৫ উইকেট। অপরদিকে ইংল্যান্ডের ফার্স্ট বোলার স্টুয়ার্ট ব্রড মাত্র ৯ ওভার বোলিং করে ২০ রান দিয়ে ৩উইকেট অর্জন করেন। শ্রীলংকার পক্ষে অধিনায়ক দীনেশ চান্দিমাল দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন।
ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ২ উইকেটে ১২৭ রান তুলে প্রথম দিন শেষ করেন। জো রুট ৬৬ রানে এবং বেয়ারস্টো ৪৭ রানে অপরাজিত আছেন। দুই উদ্ভোদনী ব্যাটসম্যান যাক ক্রাউলি মাত্র ৯ রান এবং ডোম শিবলি ৪ রান করে আউট হলে, মাত্র ১৭ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পরে ইংল্যান্ড কিন্তু জো রুট ও জনি বেয়ারস্টোর অপরাজিত ১১০ রানের পার্টনারশিপ ইংল্যান্ডকে শক্ত অবস্থানে নিয়ে আসে। দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে গালে টেস্টের চালকের আসনে আছে সফরকারী ইংল্যান্ড।
