বলিউড তারকা হওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা কী? বলিউড তারকার সন্তান হওয়া! কিন্তু আমির খানের মতো তারকার সন্তান হয়েও জুনাইদ খান কোনো শর্টকাট রাস্তায় হাঁটেননি। ‘অ্যাকটিং’ নিয়ে পড়াশোনা করেছেন মার্কিন মুলুক থেকে। তিন বছর কাজ করেছেন মঞ্চে। মঞ্চের রথী–মহারথীরা পিঠ চাপড়ে বলেছেন, ‘বাপ কা বেটা’। এদিকে আমির খানকে বলা হয় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’। আর ছেলে নাকি বাবার চেয়েও সিরিয়াস। আর এ কথা বলেছেন স্বয়ং আমির খান।  
মিড ডের প্রতিবেদন অনুসারে, ২৭ বছর বয়সী জুনাইদ খানকে দেখা যেতে পারে ২০১৯ সালের রোমান্টিক থ্রিলার মালয়ালম সিনেমা ‘ইশক’–এর হিন্দি রিমেকে।

Leave A Comment