‘বাবা জানো, আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এ কথাটা না মা কিছুতেই বিশ্বাস করছে না, আমি কি তাহলে ভুল শুনেছি, কেমন লাগে বলো তো।’ এক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের এই সংলাপ দিয়েই সবার প্রিয় হয়ে উঠেছিলেন শিশুশিল্পী দীঘি। সেটা ১৩ বছর আগের কথা। সেই দীঘি বড় হয়ে গেছেন। পুরোদস্তুর নায়িকা হিসেবে দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। সম্প্রতি তিনি শেষ করেছেন সিনেমার কাজ। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, তিনি প্রেমে পড়েছেন। তবে প্রেমের এই গুঞ্জনকে পাত্তা দিচ্ছেন না দীঘি। ক্যারিয়ার ও পড়াশোনা নিয়েই তাঁর ভাবনা।

Leave A Comment