‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবির কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী আলিয়া ভাট। এই ছবিতে আলিয়াকে দেখা যাবে যৌনকর্মী ও ডন চরিত্রে। এরই মধ্যে সামনে এসেছে আলোচিত এই ছবির টিজার। তাতে আলিয়াকে দেখে মুগ্ধ সিনেমাপ্রেমিরা। অবশ্য আলিয়ার মতো একজন নায়িকা যৌনকর্মীর চরিত্রে অভিনয় করাকে বাঁকা চোখেও দেখছেন অনেকে।
তাতে কি! আলিয়ার প্রতি পরিচালক সঞ্জয় লীলা বানসালি এতোটাই খুশি হয়েছেন যে নিজের পরের কাজের জন্য এই অভিনেত্রীকে প্রস্তাত দিয়েছেন। বানসালির প্রস্তাবে রাজিও হয়েছেন আলিয়া।
[…] […]