অভিনেতা সানসি ফারুক। ক্যারিয়ারের শুরু মঞ্চ নাটক দিয়ে। পরবর্তী সময়ে টিভি নাটকে নিয়মিত হলেও রুপালি পর্দায় অনিয়মিত তিনি। কয়েক বছর ধরে মন দিয়েছেন সিনেমায়। সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আশরাফ শিশির পরিচালিত ‘৫৭০’ সিনেমায় অভিনয় করছেন তিনি।
এর আগে একই পরিচালকের ‘গাড়িওয়ালা’ ও ‘আমরা একটি সিনেমা বানাবো’তে অভিনয় করেন। সানসি বলেন, ‘অভিনয়ের আগ্রহ থেকে এক সময় মঞ্চ নাটক শুরু করি। দীর্ঘদিন নাট্যদল পালাকারের সঙ্গে রয়েছি। পাশাপাশি অনেকগুলো টিভি নাটকেও অভিনয় করেছি।