প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট তাদের ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার-১১-এর পরিষেবা বন্ধ করতে চলেছে।পুরনো ইন্টারনেট এক্সপ্লোরার বদলে তাদের নতুন এজ ব্রাউজারের ওপর জোর দিচ্ছে। গত সপ্তাহে মাইক্রোসফ্ট ইন্টারনেট এক্সপ্লোরার ১১ বা আইই১১ ইউজারদের এজ ব্রাউজারের লেটেস্ট ভার্সনে রিডিরেক্ট করতে শুরু করে দিয়েছে। সেই সঙ্গে ওয়েবসাইটে জারি করা হয়েছে যেখান থেকে ইউজারদের এজ ব্রাউজারে রিডিরেক্ট করবে।