বছরের শেষ দিনে নতুন চমক বচ্চন পরিবারের তরফে। ক্যামেরা নয়, এ বারে মাইকের সামনে মাতলেন পরিবারের সদস্যরা। তারই ছবি পোস্ট করলেন অমিতাভ বচ্চন। পাশে তাঁর আদরের নাতনি আরাধ্যা। সুরের মতো সুন্দর আর কী হয়? সম্ভবত নতুন বছরের হাতছানিকে সাদরে গ্রহণ করার সবচেয়ে সুন্দর পন্থা এটাই। গান গাইলেন তাঁরা। সেই ভিডিয়ো প্রকাশ্যে না এলেও ছবিতেই তাঁদের উৎসাহের আভাস মিলেছে। তাঁদের মনের ভিতরটা যে সুরে ভরা, সেটাও টের পেয়েছেন নেটা পাড়ার বাসিন্দারা।

Leave A Comment