ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলিউডের দাপটের কথা কে না জানে! তবে ৯৩তম অস্কারে সেরা বিদেশি ভাষার ছবির জন্য এ বছর ভারত থেকে যে ছবিটি পাঠানো হচ্ছে, সেটি কোনো হিন্দি সিনেমা নয়। ভারতের অস্কার কমিটি ২৭টি ছবিকে ‘শর্ট লিস্টেড’ করে কয়েক দফায় আলোচনা, পর্যালোচনা ও ভোটাভুটি করেছে। এর পরিপ্রেক্ষিতে মালয়ালম ভাষার ‘জাল্লিকাট্টু’ ছবিটিকে ভারত থেকে অফিশিয়ালি অস্কারে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। দ্য ইকোনমিক টাইম, ফার্স্ট পোস্ট, টাইমস অব ইন্ডিয়া, মুম্বাই মিররসসহ অসংখ্য ভারতীয় গণমাধ্যম গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে এই খবর।

Leave A Comment