আকাশে উড়তে উড়তে সমুদ্র দেখতে কেমন? এটা বর্ণনা দেওয়া সম্ভব? হয় তো না, হয়তো কেউ সেই গভীর অনুভূতির কিছুটা প্রকাশ ঘটাতে পারে। পরিচ্ছন্ন,  মেঘমুক্ত আকাশে প্যারাসুটের ওপর ভর করে ঘুরছেন আর নিচে নীল সমুদ্র। একেকটা বড়বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। ভয় যদি কিছুটা লাগে তাহলে সেটা কেমন? বুকের রক্ত ছলকে ওঠার মতো?

কক্সবাজারে প্যারাসেইলিং হয়। কলাতলি বিচ থেকে মেরিন ড্রাইভ রোদ ধরে ইনানির দিকে যাওয়ার সময়ই বিস্তীর্ণ সমুদ্র সৈকত। তারই একপাশে সৈকতে প্যারাসুট উড়ছে। লাক্স তারকা বাঁধনের ৯ বছরের মেয়ের সাহসের তারিফ করতেই হয় বটে। যে বয়সে বাচ্চারা নাগরদোলায় উঠে চিৎকার চেঁচামেচি করে অস্থির করে দেয়, সেই বয়সে সায়রা সমুদ্রের ওপর ভেসে বেড়াল। 

আরো পড়ুন: সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় গৃহবুধুকে গাছে বেঁধে নির্যাতন