চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে করোনাভাইরাস সংক্রমণের প্রভাব পড়েছে। সিনেমা হল খুললেও আসন ফাঁকা, দর্শক নেই। লোকসানের ভয়ে নতুন ছবি মুক্তি দিচ্ছেন না প্রযোজকেরা। ফলে ছবি নির্মাণের সংখ্যা ক্রমেই কমছে। কমছে ছবির বাজেট।
করোনা সংক্রমণের আগে শাকিব খানের ছবিগুলোর গড় বাজেট ছিল দুই থেকে তিন কোটি টাকা। এখন শাকিব খানের ছবির বাজেট বেঁধে ফেলা হচ্ছে এক কোটি থেকে দুই কোটি টাকার মধ্যে। অন্যান্য তারকার ক্ষেত্রেও কমেছে ছবির বাজেট।

Leave A Comment