অনলাইন ডেস্ক ॥ ফেসবুকের প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গের সঙ্গে তার বাবা এডওয়ার্ড জাকারবার্গের একটি কথোপকথন ভাইরাল হয়েছে। তাদের আলাপচারিতায় প্রমাণ হয়েছে, আপনি জীবনে কোথায় পৌঁছেছেন বা কত বয়স হয়েছে সেটি বিষয় না, বাবা-মা আপনাকে সব সময়ই তাদের ছোট সন্তান বলেই বিবেচনা করে।

গত ২৩ এপ্রিল (শুক্রবার) মার্ক জাকারবার্গ ফেসবুকে জানান, নতুন প্রজেক্টে কাজ করার সময়ে তিনি এতোটাই উৎসাহী হয়ে থাকেন যে খাবারের কথাও ভুলে যান। এক পোস্টে তিনি লেখেন, ‘আপনি কি কখনও কাজের সময় এতোটা উৎসাহী হয়ে পড়েছেন যে খাবারের কথা ভুলে গেছেন? ঘটতে থাকুক। মনে হয় এই কারণে গত মাসে দশ পাউন্ড ওজন কমেছে, কিন্তু আমাদের নতুন পণ্য চালু হতে যাচ্ছে।’

আরো পড়ুন: অ্যাপলের পরবর্তী অল-ভার্চুয়াল লঞ্চ হবে ২০ এপ্রিল।

One Comment

  1. […] আরও পড়ুন: বাবার সঙ্গে মার্ক জাকারবার্গের কথোপক… […]

Leave A Comment