বাবা হয়েছেন অস্কারজয়ী অভিনেতা জোয়াকিন ফিনিক্স।

রুনি মারা ও জোয়াকিনের কোল আলো করে এসেছে ফুটফুটে এক ছেলেশিশু। ইতিমধ্যে নামও রাখা হয়েছে নতুন অতিথির।

ছেলের নাম নিজের প্রয়াত ভাইয়ের নামে রেখেছেন জোয়াকিন। জোয়াকিনের ভাই ছিলেন অভিনেতা রিভার ফিনিক্স। অতিরিক্ত মাদক সেবনের কারণে ১৯৭৩ সালে মাত্র ২৩ বছর বয়সে মৃত্যু হয় রিভারের।

Leave A Comment