বার্ষিক ম্যাগাজিন ‘ব্যাবিলন কথকতা’র ১৫তম সংখ্যার মোড়ক উন্মোচন করেছে ব্যাবিলন গ্রুপ। ২২ ডিসেম্বর প্রতিষ্ঠানটির কর্পোরেট অফিসে এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালকরা উপস্থিত ছিলেন।

১৫তম সংখ্যার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সাহিত্যানুরাগী ইলাহী দাদ খান বলেন, ‘পোশাক শিল্পের মতো প্রতিষ্ঠানে সাহিত্যচর্চা দেখে আমি অবাকই হয়েছি। সবচেয়ে বেশি অবাক হয়েছি এই দেখে যে, সুদীর্ঘ পনেরো বছর ধরে নিয়মিতভাবে এই প্রতিষ্ঠান থেকে সাহিত্য পত্রিকা প্রকাশ হয়েছে।

Leave A Comment