বর্তমান ব্যস্ততা কী নিয়ে? অভিনয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?

এখন নাটক এবং ওয়েব সিরিজের শুটিং নিয়েই ব্যস্ত। নিয়মিত কাজ করে যেতে চাই। অভিনয় নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। সব সময় চেষ্টা করি নিজের সেরা কাজটা দিয়ে দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেতে। কারণ, দর্শক চাইলে আমাকে নামিয়ে দিতে পারে। তেমনি ভালো কাজ করলে দর্শকই আমার প্রশংসা করবে।

চেয়েছিলেন প্রকৌশলী হতে। অভিনয়ে কীভাবে এলেন?

অভিনয়জগতে আসার একদমই ইচ্ছে ছিল না। টিভিপর্দায় বিজ্ঞাপন দেখে অভিনয় করতে ইচ্ছে করত। পরে পরিচিত একজনের মাধ্যমে বিজ্ঞাপনে কাজ শুরু করি। সেখান থেকে ‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে ডাক পাই। ফ্যামিলি ক্রাইসিস আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট।

Leave A Comment