একজন এক্কেবারে পাকা রাঁধুনি, অন্যজনের অমলেট বানাতে গিয়ে ‘যাই যাই’ অবস্থা!  এ ভাবেই নিজের স্ত্রীর সম্বন্ধে হাটে হাঁড়ি ভাঙলেন অক্ষয় কুমার। খিলাড়ি কুমার বলেই ফেললেন, ‘‘টুইঙ্কল রান্না না জানলেও গল্প পাকাতে বেশ পারদর্শী!’’

বলিউডের এই পাওয়ার কাপল সম্প্রতি বসেছিলেন ‘হট সিট-এ। না। “কৌন বনেগা করোরপতি” খেলতে নয়। অনুরাগীদের সঙ্গে চুটিয়ে আড্ডা দিতে টানটান শিডিউল থেকে কিছুটা সময় বার করেন তাঁরা। টুইঙ্কলের ডিজিটালের উদ্যোগ ‘টুইক ইন্ডিয়া’-র তরফ থেকে কয়েকজন খুদে দর্শকের প্রশ্নের উত্তর দিতে গিয়েই একে অপরের সব ‘টপ সিক্রেট’ ফাঁস করে দিলেন অক্ষয় এবং টুইঙ্কল।

Leave A Comment