করোনাকাল যত দীর্ঘ হচ্ছে, অনিশ্চয়তা তত বাড়ছে চিত্রপরিচালকদের। কয়েক বছর ধরে সিনেমার মন্দায় খুব একটা ভালো কাটেনি তাঁদের। গত চার মাস ঘরে বসে থেকে মহাসংকটে পড়েছেন তাঁরা। কাজ না থাকায় ধারদেনায় পর্যবসিত তাঁদের জীবন। কেউ খুঁজছেন বিকল্প কাজ।

এফডিসিকেন্দ্রিক ও স্বাধীন ধারার বেশ কয়েকজন চলচ্চিত্র পরিচালকের কাছ থেকে জানা যায়, সিনেমার বাজার মন্দা থাকায় বছরে দু-একটি কাজ করে কোনোমতে তাঁরা টিকে ছিলেন এত দিন। কিন্তু করোনা মহামারির কারণে গত চার মাস শুটিং বন্ধ। এই পরিস্থিতিতে নতুন ছবির জন্য প্রযোজকেরাও বিনিয়োগে আগ্রহী নন। যেসব পরিচালক কেবল সিনেমার ওপরেই নির্ভরশীল, সংসার চালাতে তাঁরা হিমশিম খাচ্ছেন। কেউ কেউ সেই আর্থিক সংকটের কথা বলতেও পারছেন না।

Leave A Comment