
8views
কমবেশি সবাই মাছ খেতে পছন্দ করেন। সাধারণত রান্না বা ভেজে মাছ খাওয়া হয়। চাইলে বিকেলের নাস্তাতেও মাছ দিয়ে কিছু বানাতে পারেন। সেক্ষেত্রে মাছ দিয়ে তৈরি করতে পারেন ফিশ বল।
উপকরণ : পরিমাণমতো পানি, সামান্য হলুদ গুঁড়া, স্বাদমতো লবণ, পরিমাণমতো তেল, ১ চা চামচ আদা কুচি, ১ চা চামচ রসুন কুচি, একটা পেঁয়াজ কুচি, ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, ১টা সেদ্ধ আলু, পরিমাণমতো ধনে পাতা কুচি, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণমতো পানি।
