
11views
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আজ আমি বাংলার মানুষকে আশ্বাস দিতে চাই, বিজেপি ক্ষমতায় এলে বাংলার সংস্কৃতি নিয়ে গর্ব করবেন। কেউ ভয় দেখাবে না। বিজেপি সোনার বাংলা তৈরির জন্য কাজ করবে। সোমবার হুগলি জেলার সাহাগঞ্জ সংলগ্ন ডানলপ মাঠে একটি জনসভায় মোদি এই কথা বলেন।
জনসভা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বাংলা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। হুগলি থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন হবে। রেলসহ মেট্রো উপহার দেব, আরো বহু প্রকল্পের উদ্বোধন হবে। পরিকাঠামোর উন্নয়ন আগে হওয়া উচিত ছিল, বিভিন্ন দেশ উন্নত হয়েছে পরিকাঠামো উন্নয়নের জন্য। বৈদ্যুতিকরণের কাজ দ্রুত গতিতে হচ্ছে।
আরো পড়ুন: উত্তাল মিয়ানমার, দেশজুড়ে ধর্মঘটের ডাক
