তৌসিফ মাহবুব। অভিনেতা ও মডেল। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘ম্যারেজ মিডিয়া’ নামে একটি একক নাটকে। এ নাটক বর্তমান ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
‘ব্যাচেলর পয়েন্ট-সিজন থ্রি’ থেকে আপনি সরে গেলেন কেন?
সবকিছুরই শেষ থাকে। ২০১৮ সাল থেকে নাটকটির শুরু থেকে কাজ করেছি। তৃতীয় সিজনের কয়েকটি পর্বে কাজ করেছি। সে হিসেবে নাটকটিতে আমার অধ্যায়ের অবসান হয়েছে। এখন থেকে এই নাটকে আমার অভিনীত নেহাল চরিত্রটি থাকছে না। তবে কী কারণে নাটকে থাকছি না- এ ব্যাখ্যায় যেতে চাই না। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ, তারা নেহালকে পছন্দ করেছেন, ভালো বেসেছেন। এটাই আমার জন্য অনেক বেশি পাওয়া।