সোনাইমুড়ির বজরা নামের একটা জায়গায় শুটিং হচ্ছিল। বজরায়, জিয়াউল হক পলাশের (কাবিলা) নানাবাড়ির পুকুর ঘাটে আর বজরা রেলওয়ে স্টেশনে শুটিং করতে গিয়ে দর্শকদের ‘ভালোবাসার চাপে পড়তে হয়েছিল আমাদের। হাজার হাজার মানুষ…। 

এমন অভিজ্ঞতার বর্ণনা দিয়ে ব্যাচেলর পয়েন্টের ‘পাশা ভাই’ মারজুক রাসেল কালের কণ্ঠকে বলেন, ‘ আমি তখন খুলনায় থাকি।

Leave A Comment