দেবলীনা-গৌরবের জীবনে ডিসেম্বরের মাঝপথেই ভরা বসন্ত। মধুচন্দ্রিমায় গৌরব চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার। কিন্তু হঠাৎ নিজের সাদা-কালো ছবি পোষ্ট করেন দেবলীনা কুমার। মধুচন্দ্রিমায় নিজেদের রঙ্গিন মুহূর্তের ছবি পোষ্ট করবেন এমনটাই আশা ছিল অনুরাগীদের।

নিজের সাদা-কালো ছবির ক্যাপশনে লেখে, ‘পুরনো দিনের নায়িকা হলেই ভাল হত!’ মহানায়কের নাতবৌ।এমন ছবি প্রশ্ন তুলেছে সবার মনে।

Leave A Comment