নতুন বছরের শুরুতে ভক্তদের কাছে এবার ভিন্ন চরিত্রে হাজির হলেন কাজল। ‘ত্রিভঙ্গ’ নামের একটি ছবিতে নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করছেন তিনি। নতুন বছরের শুরুতে কাজল শেয়ার করলেন সেই ছবির টিজারও। আগামী ১৫ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এ মুক্তি পাবে এই ছবি। 

অনু, নয়ন, মাশা নামে তিন ভিন্ন বয়সের নারী জীবনের গল্প উঠে আসবে ‘ত্রিভঙ্গ’ ছবিতে। গল্পে উঠে আসবে সম্পর্কে জটিলতার কথা। রেণুকা সাহানে পরিচালিত এই ছবিতে কাজল ছাড়াও দেখা যাবে তনভি আজমি, মিথিলা পালকরকে। 

Leave A Comment