দেশের ব্যাংকগুলোতে সম্প্রতি হ্যাকারের আক্রমণের আশঙ্কা আছে বলে বার্তা এসেছে এবং সেই নিরাপত্তার একটি অংশ হিসেবে এটিএম বুথগুলো রাত ১১টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারা এর পেছনে তা জানার আগে চলুন জেনে নিই কিছু ঘটনা।২০১৮ সাল। আফ্রিকার একটি ব্যাংকের কর্মকর্তারা ই-মেইলে তাদের ব্যাংকের একটি সফটওয়্যার আপডেটের ই-মেইল পান তাদেরই আইটি ডিপার্টমেন্ট থেকে। আপডেট করার লিংকে ক্লিক করার পর বাকিটা ইতিহাস। এমনই অবস্থা যে, তাদের ব্যাংকের এটিএম বুথের সব ধরনের ট্রানজেকশন দুই মাস ধরে সাসপেন্ডেড রাখতে হয়েছিল। আবার একই সালে চিলি ব্যাংকের এক হাজার কম্পিউটার এবং সার্ভারে সাইবার অ্যাটাক করে তাদের সুইফটে অ্যাকসেস নিয়েছিল একদল হ্যাকার।

Leave A Comment