মাটির ৬৩০ ফুট গভীরে সিঙ্কহোলের খোঁজ পেলেন চীনা বিজ্ঞানীদের একটি দল ।দক্ষিণ চীনে বনসহ একটি নতুন সিঙ্কহোল আবিষ্কৃত করেন বিজ্ঞানীরা। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছেন, সিঙ্কহোলটি ৬৩০ ফুট (১৯২ মিটার) , দৈর্ঘ্য ১০০০ ফুট ও প্রস্থ ৪৯০ ফুট গভীর। লাইভ সায়েন্সের মতে, ভেতরের প্রবেশের তিনটি পথেরও সন্ধান পেয়েছেন তারা এবং ১৩১ ফুট (৪০ মিটার) লম্বা প্রাচীন গাছগুলি ।গাছগুলোর শাখাগুলি সূর্যের দিকে মুখ করে বেড়ে উঠেছে। সিঙ্কহোলের ভেতর যেমন ছোট গাছ রয়েছে তেমনই রয়েছে বিশালাকার গাছও।এই দৈত্যাকার সিঙ্কহোলটি গুয়াংসি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত, যা লে কাউন্টির পিং’ই গ্রামের কাছে অবস্থিত।চীনে লেই-তে এখনও পর্যন্ত ৩০টি সিঙ্কহোল আবিষ্কৃত করা হয়েছে।

ভূগর্ভস্থ ছাদ বড় হয়ে ধসে পড়লে বিশালাকার গর্ত সৃষ্টি হয় ।প্রকৃতিতে হঠাৎ এই সৃষ্টি হওয়া বিশালাকার গর্ত সিঙ্কহোল নামে পরিচিত। আর এর ভেতরে লুকিয়ে রয়েছে বিশাল এক প্রাচীন বনাঞ্চল। এই বনাঞ্চলে এর আগে কখনো মানুষ প্রবেশ করেনি বলেই দাবি করেছেন দেশটির বিজ্ঞানীরা। সিঙ্কহোলগুলি ভিতর কেবল মাত্র এক মিটার বা দুই মিটার ব্যাসের। গুহার প্রবেশপথগুলো খুব ছোট হয়।চীনা ভাষায়, সিঙ্কহোলগুলি তিয়ানকেং নামে পরিচিত। ইউনেস্কোর মতে, অঞ্চলটিতে সিঙ্কহোল, পাথরের কলাম, প্রাকৃতিক সেতু এবং আরও অনেক কিছুর আবিষ্কারের সম্ভাবনা রয়েছে । সবচেয়ে প্রাসঙ্গিকভাবে, সিঙ্কহোলটি নতুন প্রজাতি আবিষ্কারের সম্ভাবনাগুলি উন্মুক্ত করেছে।

Leave A Comment