ঢালিউডের জনপ্রিয় তারকা আরিফিন শুভ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায়। খুব শিগগির কাজ শুরু করবেন আরও তিনটি ছবির। করোনাকালে করেছেন দুটি বিজ্ঞাপনচিত্র। একটি মেরিল পেট্রোলিয়াম জেলির অন্যটি একটি মুঠোফোনের। এসব নিয়ে গতকাল সন্ধ্যায় তাঁর সঙ্গে কথা হলো। তখন তিনি নিকেতনে একটি কর্মশালা করছিলেন।