অনলাইনে প্রকাশিত প্রতারণামূলক (স্ক্যাম) বিজ্ঞাপনগুলো পুরোপুরি মুছে দিতে পারছে না গুগল ও ফেসবুকের মতো টেক জায়ান্টগুলো। ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা হুইচ জানিয়েছে, ভুক্তভোগীরা বারবার এ ব্যাপারে অভিযোগ জানানোর পরও এসব বিজ্ঞাপনের বিরুদ্ধে কার্যত কোনো পদক্ষেপ নিতে পারেনি প্রতিষ্ঠান দুটি। যদিও ফেসবুক ও গুগল নিজেদের পক্ষে সাফাই গেয়ে বলেছে, এ ধরনের বিজ্ঞাপনগুলো তারা সরিয়ে নিয়েছে।
তবে হুইচের গবেষণা বলছে উল্টো কথা, গুগল ৩৪ শতাংশ আর ফেসবুক ২৬ শতাংশ স্ক্যাম বিজ্ঞাপনের তথ্য সরাতে ব্যর্থ হয়েছে।
[…] আরও পড়ুন: যত কথাই বলুক গুগল ফেসবুক আসলে ব্যর্থ! […]