কে বলবে শিল্পা শেঠি ৪৫টি বসন্ত পার করেছেন? একই সঙ্গে তিনি অভিনেত্রী, মডেল, নৃত্যশিল্পী, ব্যবসায়ী, রিয়েলিটি শোয়ের বিচারক, স্টাইল আর ইয়োগা আইকনসহ আরও অনেক কিছু। সম্প্রতি নানা গুণে গুণী এই বলিউড তারকা আলোচনায় এসেছেন নতুন রেস্টুরেন্ট খুলে।
শিল্পা শেঠি ও তাঁর জীবনসঙ্গী রাজ কুন্দ্রা মুম্বাইয়ে বাস্তিয়ান চেনের একাধিক হোটেলের মালিক। আর এসব খাবারের দোকান বলিউড তারকাদের প্রিয় আড্ডার স্থান। এই ফুড চেইনের ৫০ শতাংশ স্টকহোল্ডার শিল্পা। সম্প্রতি এর নতুন শাখা উদ্বোধন করলেন শিল্পা।