হিরো আলম গোপনে নতুন ছবির কাজ শেষ করেছেন। ছবির নাম ‘টোকাই’। ছবির মূল অভিনেতা হিরো নিজেই। ছবিটি প্রযোজনাও করছেন তিনি। এর আগে ‘সাহসী হিরো আলম’ নামে একটি ছবি প্রযোজনা করেছিলেন তিনি। গত জানুয়ারি মাসে ‘টোকাই’ ছবির শুটিং শুরু করেন হিরো আলম। শুটিং শেষ, এখন চলছে শুটিং পরবর্তী কাজ। কিছু গানের রেকর্ডিংয়ের কাজও শেষ।
‘টোকাই’ ছবিটি ঈদে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন আলম। একটি হলও পাওয়া গেলেও ছবিটি মুক্তি দিতে চান হিরো আলম। গোপনে শুটিং করার বিষয়ে গণমাধ্যমকে হিরো আলম জানান, আমি কিছু করতে গেলেই মানুষ আমার পিছে লাগে।
[…] আরো পড়ুন: যে কারণে গোপনে ছবির কাজ শেষ করেছেন হির… […]
[…] আরো পড়ুন: যে কারণে গোপনে ছবির কাজ শেষ করেছেন হির… […]