করোনার কালবেলায় ডিজিটাল দুনিয়ার রমরমা। লকডাউনে বাড়িতে বন্দি আপনি। চারিদিকে ওত পেতে রয়েছে করোনাভাইরাস। বন্ধ রেস্তোরাঁ, সিনেমা হল। সিরিয়াল পাড়ার শ্যুটিংও বন্ধ, তাই নয়া এপিসোড সম্প্রচারেও আপাতত রাশ টেনেছে বিভিন্ন চ্যানেল। অন্যদিকে, চ্যানেলগুলিতে একই সিনেমা দেখে দেখে আপনি ক্লান্ত।

এখানেই বাজিমাত করছে বিভিন্ন স্ট্রিমিং সার্ভিস প্ল্যাটফর্ম। তালিকায় নাম অনেক। ত্রাতার ভূমিকায় হাজির নেট দুনিয়ায় ছড়িয়ে থাকা নেটফ্লিক্স, হটস্টার, অ্যামাজন প্রাইম, হইচই, আড্ডা টাইমস-সহ বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম। আর তাতে মজুত হাজারও ওয়েব সিরিজ, সিনেমা, ডকুমেন্টারি। কোনটা ছেড়ে কোনটা দেখবেন, সব যেন তালগোল পাকিয়ে যাওয়ার মতো অবস্থা।

Leave A Comment