‘রকস্টার’ ছবি দিয়ে বলিউডে আপনার অভিষেক হয়। এখন আপনি ‘দিল বেচারা’ ছবির নায়িকার চরিত্রে। বলা যেতে পারে স্বপ্ন সত্যি হলো। কেমন লাগছে?
‘রকস্টার’ ছবিতে যখন কাজের সুযোগ পাই, তখন আমার বয়স ১৩ বছর। শুটিং শেষ করে যথারীতি পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ি। এর মধ্যে কিছু বিজ্ঞাপনের কাজ করেছি। ‘রকস্টার’ ছবির জন্য মুকেশ ছাবড়াই (‘দিল বেচারা’ ছবির পরিচালক) আমাকে আবিষ্কার করেছিল। আর এই ছবির জন্যও তিনিই আমাকে নির্বাচন করে। স্নাতক শেষ করার মাস দুই পর হঠাৎ মুকেশের ফোন আসে। অডিশনের জন্য ডাক পাই। একাধিক অডিশন দেওয়ার পর আমি নির্বাচিত হই।