মহামারী করোনাভাইরাসের কারণে বেশ কয়েকবার অ্যানিমেটেড সিনেমা ‘রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন’-এর মুক্তির তারিখ পিছিয়ে যায়। অবশেষে ৫ মার্চ ছবিটি মুক্তি দিতে চলেছে ওয়াল্ট ডিজনি স্টুডিও। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে কাঙ্খিত ছবিটি। এ ছবি নির্মাণের সাথে যুক্ত হয়নি পিক্সার স্টুডিওস। পুরো ছবিটিই নির্মাণ করেছে ওয়াল্ট ডিজনি।


অ্যানিমেশন ছবির দুনিয়ায় অনন্য এক নাম ওয়াল্ট ডিজনি পিকচার্স। ‘টয় স্টোরি’, ‘ফ্রোজেন’সহ বহু রেকর্ড গড়া ছবি উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। আর তাদের সহযোগী প্রতিষ্ঠান পিক্সার অ্যানিমেশন স্টুডিওতো রীতিমত অ্যানিমেশন ছবির সাম্রাজ্যের রাজা বনে আছে। পিক্সারের ঝুলিতে আছে ২৭টি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, সাতটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, ১১টি গ্র্যামি অ্যাওয়ার্ডসহ আরো অসংখ্য পুরস্কার।

আরো পড়ন: বাজেটে নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের কর সুবিধা দেয়ার দাবি

Leave A Comment